Miche Upobash歌词由Nowshad Mahfuz&Zahidul Islam&Message Cultural Group演唱,出自专辑《Miche Upobash》,下面是《Miche Upobash》完整版歌词!
Miche Upobash歌词完整版
গাফলতি করে যদি কেটে যায়
সিয়ামের দিন-রাত
সেরা মাস পেয়ে যদি নাই পাও
রহমের মোলাকাত
ওহে রোযাদার! নির্বোধ তুমি
মিছে এই উপবাস
এ আমল দিয়ে স্বপ্ন কী আঁকো
জান্নাতি অভিলাষ
যায় চলে যায় বারাকার দিন
আমলের মহাক্ষণ
নাজাতের ঢালা খালি পড়ে রয়
ধূসরিত দিল-মন
গোনাহের বোঝা তীব্র করেছ
করোনি পাপ বিনাশ
রাতের সালাতে মাবুদের কাছে
নাই করে ফরিয়াদ
কেমনে যে পাবে, রব থেকে তুমি
মার্জনা সংবাদ?
আসমান থেকে এখনো মাবুদ
করে যান আহবান
হে প্রিয় গোলাম! নিয়ে যারে তুই
সিয়ামের প্রতিদান
রুহের দুয়ারে দিস না কপাট
হয়ে নফসের দাস