(Kolijate Daag Lagaiya)歌词由Mazedur Manik演唱,出自专辑《(Kolijate Daag Lagaiya)》,下面是《(Kolijate Daag Lagaiya)》完整版歌词!
(Kolijate Daag Lagaiya)歌词完整版
আমার কলিজাতে দাগ লাগাইয়া
নিঠুর বন্ধু হাসে
বুঝতে বাকি নাইরে আমার
কেমন ভালোবাসে
বুঝতে বাকি নাই রে ও সে
কেমন ভালোবাসে
কত ভালবাসি তারে
পারিনা বোঝাতে
জীবন মরণ সবই আমার
ঐ পাষানীর হাতে
তার কারনেই চক্ষু দুইটা
দিবানিশি ভাসে
বুঝতে বাকি নাইরে আমার
কেমন ভালোবাসে
বুঝতে বাকি নাই রে ও সে
কেমন ভালোবাসে
বিবেকহীনা ঐ পাষাণী
মারছে তিলে তিলে
কথায় কথায় আঘাত করে
সহজ সরল দিলে
কালো মেঘের ঘনঘটা
আমার মন আকাশে
বুঝতে বাকি নাইরে আমার
কেমন ভালোবাসে
বুঝতে বাকি নাই রে ও সে
কেমন ভালোবাসে