笨鸟先飞
我们一直在努力
2025-02-01 12:08 | 星期六

Modhyobitto Trap (Adrishyo Nagordolar Trip)歌词-Anupam Roy

Modhyobitto Trap (Adrishyo Nagordolar Trip)歌词由Anupam Roy演唱,出自专辑《Modhyobitto Trap (Adrishyo Nagordolar Trip)》,下面是《Modhyobitto Trap (Adrishyo Nagordolar Trip)》完整版歌词!

Modhyobitto Trap (Adrishyo Nagordolar Trip)歌词

Modhyobitto Trap (Adrishyo Nagordolar Trip)歌词完整版

মধ্যবিত্ত ট্র্যাপ

১)

একটা গল্প বলছি শোনো

কোনো নতুন কিছু নয়

ক্যাপিটালিস্ট এই সমাজে

বেঁচে থাকতে লাগে ভয়।

বেঁচে থাকতে লাগে টাকা,

সেখানে বাড়ছে গ্যাপ,

তুমি এড়িয়ে চলতে শেখো

এই মধ্যবিত্ত ট্র্যাপ, এই মধ্যবিত্ত ট্র্যাপ।

২)

তুমি পড়াশোনা করে

একটা stable চাকরি চাও,

তাতে সপ্তাহে সাত দিন-ই

খেটে খেটে মরে যাও।

আর মাইনেও বাড়ে অল্প

জীবনটা লাগে drab

তুমি এড়িয়ে চলতে শেখো

এই মধ্যবিত্ত ট্র্যাপ, এই মধ্যবিত্ত ট্র্যাপ।

ও ভাইয়েরা বোনেরা, ভাইয়েরা বোনেরা।

ও ভাইয়েরা বোনেরা, ভাইয়েরা বোনেরা।

৩)

তুমি ব্যাঙ্কে টাকা রাখলে

সেই টাকা কমে যায়,

চুপি চুপি মুদ্রাস্ফীতি

তার গাদা, পেটি খায়।

তুমি লোন চাইতে গেলে

তোমায় করবে দূর ছাই,

নীরব আদানি হলে

তোমায় বানাবে জামাই, তোমায় বানাবে জামাই।

৪)

তোমার ডিগ্রি যতই থাকুক

আর মাইনেও হোক যতই

তোমার পুঁজি তো হবে না

কোনো ব্যবসায়ীর মতো।

আর businessman-এর টিক্কি

বাঁধে রাজনৈতিক নেতা,

তবে নেতার চেয়েও বড়

ধর্মগুরুদের মাথা, ধর্মগরুদের মাথা।

ও ভাইয়েরা বোনেরা, ভাইয়েরা বোনেরা।

ও ভাইয়েরা বোনেরা, ভাইয়েরা বোনেরা।

৫)

Middle class-এর স্বপ্ন

আমরা অল্প একটু চাই

যেন পাশের flat-এর বঙ্কার থেকে

অঙ্কে বেশি পাই।

তোমার মূল্যবোধই আসল

হারিয়ে ফেলো না

তোমার পিঠ দেওয়ালে ঠেকে

আর safe খেলো না, আর safe খেলো না।

ও ভাইয়েরা বোনেরা, ভাইয়েরা বোনেরা।

ও ভাইয়েরা বোনেরা, ভাইয়েরা বোনেরা।

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/ef821VVA9DgpQWwME.html

相关推荐

  • Sheddho Bhaat歌词-Anupam Roy

    Sheddho Bhaat歌词-Anupam Roy

    Sheddho Bhaat歌词由Anupam Roy演唱,出自专辑《Family Album (Original Motion Picture Soundtrack)》,下面是《Sheddho Bhaat》完整版歌词! Sheddho Bhaat歌词...

  • Awbawsh (Adrishyo Nagordolar Trip)歌词-Anupam Roy

    Awbawsh (Adrishyo Nagordolar Trip)歌词-Anupam Roy

    Awbawsh (Adrishyo Nagordolar Trip)歌词由Anupam Roy演唱,出自专辑《Adrishyo Nagordolar Trip》,下面是《Awbawsh (Adrishyo Nagordolar Trip)》完整版歌词!...

  • Bichar (Adrishyo Nagordolar Trip)歌词-Anupam Roy

    Bichar (Adrishyo Nagordolar Trip)歌词-Anupam Roy

    Bichar (Adrishyo Nagordolar Trip)歌词由Anupam Roy演唱,出自专辑《Adrishyo Nagordolar Trip》,下面是《Bichar (Adrishyo Nagordolar Trip)》完整版歌词! B...

  • Modhyobitto Trap (Adrishyo Nagordolar Trip)歌词-Anupam Roy

    Modhyobitto Trap (Adrishyo Nagordolar Trip)歌词-Anupam Roy

    Modhyobitto Trap (Adrishyo Nagordolar Trip)歌词由Anupam Roy演唱,出自专辑《Adrishyo Nagordolar Trip》,下面是《Modhyobitto Trap (Adrishyo Nagordolar T...

  • 爱情过客 (冷子轩 remix) (Remix)歌词-冷子轩

    爱情过客 (冷子轩 remix) (Remix)歌词-冷子轩

    爱情过客 (冷子轩 remix) (Remix)歌词由冷子轩演唱,出自专辑《爱情过客》,下面是《爱情过客 (冷子轩 remix) (Remix)》完整版歌词! 爱情过客 (冷子轩 remix) (...

  • 油菜花DJ光波版歌词-胡杰夕

    油菜花DJ光波版歌词-胡杰夕

    油菜花DJ光波版歌词由胡杰夕演唱,出自专辑《胡杰夕DJ专辑》,下面是《油菜花DJ光波版》完整版歌词! 油菜花DJ光波版歌词完整版 油菜花(DJ 光波版)演唱:胡杰夕...

  • 孤枕难眠 (cover: 周华健|蒋一侨)歌词-王壹壹&啊銮

    孤枕难眠 (cover: 周华健|蒋一侨)歌词-王壹壹&啊銮

    孤枕难眠 (cover: 周华健|蒋一侨)歌词由王壹壹&啊銮演唱,出自专辑《啊銮》,下面是《孤枕难眠 (cover: 周华健|蒋一侨)》完整版歌词! 孤枕难眠 (cover: 周华健|...

  • Sakana~歌词-MISTERK&Tphunk&89DX

    Sakana~歌词-MISTERK&Tphunk&89DX

    Sakana~歌词由MISTERK&Tphunk&89DX演唱,出自专辑《》,下面是《Sakana~》完整版歌词! Sakana~歌词完整版 Sakana~ - M!$ter K/89DX/Tphunk作词:M!$ter K/DX/Tp...