Soto Bosor Purno Holo Aj歌词由Abdur Razzaq Razu演唱,出自专辑《Soto Bosor Purno Holo Aj》,下面是《Soto Bosor Purno Holo Aj》完整版歌词!
Soto Bosor Purno Holo Aj歌词完整版
শত বছর পূর্ণ হলো আজ
সফলতার ১০০ বছর আজ
তোমার জন্য শত প্রাণের শ্রদ্ধা ভালোবাসা
তুমি বোরহান উদ্দিন কামিল মাদরাসা
তুমি আমার প্রাণের প্রিয় মাদরাসা
কত শিক্ষক শিক্ষার্থীর পদভারে
তোমার আঙ্গিনা মুখর হলো
তুমি এখনো আছো তখনো রবে
ছড়াবে সমাজে জ্ঞানের আলো
যেখানে থাকি যেভাবে থাকি
তোমায় নিয়ে স্বপ্ন আশা
কালের শাক্ষী হয়ে
বৃক্ষ দাড়িয়ে আছে স্মৃতির ভবন
শত স্মৃতি বুকে নিয়ে
মসজিদ মাঠ আছে এখনো আপন
জ্ঞানের মশাল জেলেছো তুমি ঘোর আধারে
গড়েছো কত শত জ্ঞানের নাবিক
যারা সত্য ন্যায়ের জ্ঞান ছড়িয়ে
আলোকিত করে যায় চারিদিক
এসো এসো নবীন আমরা প্রবীন
এখানেই পেয়েছি পথের দিশা