Purnimar Chad歌词由Monalisa Rahman&Shohel Deon演唱,出自专辑《Purnimar Chad》,下面是《Purnimar Chad》完整版歌词!
Purnimar Chad歌词完整版
তুই যে আমার পূর্ণিমার চাঁদ
আন্ধার ঘরের আলো
খোদাই জানে আমি তোরে কতই বাসি ভালো ।।
রাত্রি নিঝুম নেই চোখে ঘুম
তোর স্বপনে আসি ছোট্ট বেলায় খেলার ছলে বল্লি ভালোবাসি
পুকুর পাড়ে গল্প কথায় কেটে যেত
রাত
আদর করে ভুকে লইয়া
ধরলি অন্য হাত
তোর পিরিতে জিবন বরবাদ
নেই দু চোখের আলো ( ঐ) ২
ঘর ছারিয়া হইলাম বাহির তোর ছলনার প্রেমে
না জেনে ভুল করলাম আমি ঝাপ দিলাম আগুনে
তোর বাসরে ফুলে ফুলে সুখের ছড়াছড়ি
তোর নামের মালা লইয়া গলে পাগল সোহেল মরি
হইলাম আমি দেশান্তরী
আমি মরলে তোর ভালো ( ঐ)