Priyo Mukh歌词由Bonie Amin演唱,出自专辑《Priyo Mukh》,下面是《Priyo Mukh》完整版歌词!
Priyo Mukh歌词完整版
কোটি মানুষের চোখে ঝরছে পানি
তুমি আর আসবে না ফিরে জানি
তোমার শোকে হৃদয় কাতর
বুকের মাঝে জমছে পাথর
হৃদয় গভীরে তুমি রবে সারাক্ষণই
ভুলব না কোনোদিন প্রিয় মুখখানি।
তোমার দাওয়াতে কত পথহারা জন
আলোর পথে জীবন করেছে গঠন।
তোমার মুখের মধুর হাসি
দেখবে না আর বিশ্ববাসী
থেমে গেলো চিরতরে সুরেলা ধ্বনি।
ভুলব না কোনোদিন প্রিয় মুখখানি।
ন্যায়ের পথে তুমি ছিলে অবিচল
বক্ষে ছিল তোমার ঈমানের বল
শূন্য লাগে তোমায় ছাড়া
হই গো আমি দিশেহারা
তোমার কথা মনে পড়ে যখনি।
ভুলব না কোনোদিন প্রিয় মুখখানি।