Keno Tumi Korla Amay Por歌词由Shimul Hasan Baul演唱,出自专辑《Keno Tumi Korla Amay Por》,下面是《Keno Tumi Korla Amay Por》完整版歌词!
Keno Tumi Korla Amay Por歌词完整版
হইলানা হইলানা আপন
দেখাইলা মিথ্যে স্বপন!
স্বপ্ন ছিল তোমায় লইয়া
বাঁধবো সুখের ঘর!
কেন তুমি আমায় করলা পর
সজনী গো------
কেন তুমি আমায় করলা পর
না বুঝিয়া পিরিতের বাও
পড়ছি ভিষণ ফান্দে!
মন ভুলানো কথার মায়ায়
মন টা শুধুই কান্দে!
কি যন্ত্রণা মনের মাঝে
নিলানা খবর!
কেন তুমি আমায় করলা পর
স্বজনী গো---
কেন তুমি আমায় করলা পর
বেহায়া মন বারে বারে
তোমাতেই হারায়!
যতন কইরা রাখি তোমায়
চোখেরি তারায়!
তোমায় ছাড়া জীবন আমার
শূন্য বালুর চর!!
কেন তুমি আমায় করলা পর
স্বজনী গো---
কেন তুমি আমায় করলা পর