Tumi Ami歌词由Sayeeda Shampa&Rafiqul Alam演唱,出自专辑《Tumi Ami》,下面是《Tumi Ami》完整版歌词!
Tumi Ami歌词完整版
তুমি আমি দ্যাখো না কেমন
দু’জনে মিলে হয়েছি একজন ।
তুমি আমি দ্যাখো না কেমন
দু’জনে মিলে হয়েছি একজন ।
এ জীবন, নিবিড় বন্ধন
যেন সুখের কবিতা চিরন্তন
ভালবাসার কবিতা চিরন্তন ।
তুমি আমি দ্যাখো না কেমন
দু’জনে মিলে হয়েছি একজন ।
আমি ভোর সূর্য বেলা
তুমি চাঁদেরই ছবি
তোমারই সবুজ ঘরে
আমি যে ফুল মাধবী।
তুমি আমি কাছে নেই, হোলে এমন
কাঁদে আকাশ , কাঁদে বাতায়ন
তুমি আমি যখনই , থাকি পাশে
ফাগুন সারাক্ষণ ।
তুমি আমি দ্যাখো না কেমন
দু’জনে মিলে হয়েছি একজন ।
সময় হোলে ফেরারী
স্মৃতির উড়াল পাখীরা
উড়ে উড়ে মেলে ডানা
ছুঁয়ে যায় তার, সুখ ঠিকানা ।
ফেলে আসা সেই দু’জনের
স্বপ্নের দিন , আজও রঙ্গীন
আজও খোঁজে মন , সেই জীবন
স্মৃতিময় বন্ধন ।
তুমি আমি দ্যাখো না কেমন
দু’জনে মিলে হয়েছি একজন ।
তুমি আমি দ্যাখো না কেমন
দু’জনে মিলে হয়েছি একজন ।
এ জীবন নিবিড় বন্ধন
যেন সুখের কবিতা চিরন্তন
ভালবাসার কবিতা চিরন্তন
তুমি আমি দ্যাখো না কেমন
দু’জনে মিলে হয়েছি একজন ।