笨鸟先飞
我们一直在努力
2025-01-11 11:58 | 星期六

Tumi Ami歌词-Sayeeda Shampa&Rafiqul Alam

Tumi Ami歌词由Sayeeda Shampa&Rafiqul Alam演唱,出自专辑《Tumi Ami》,下面是《Tumi Ami》完整版歌词!

Tumi Ami歌词

Tumi Ami歌词完整版

তুমি আমি দ্যাখো না কেমন

দু’জনে মিলে হয়েছি একজন ।

তুমি আমি দ্যাখো না কেমন

দু’জনে মিলে হয়েছি একজন ।

এ জীবন, নিবিড় বন্ধন

যেন সুখের কবিতা চিরন্তন

ভালবাসার কবিতা চিরন্তন ।

তুমি আমি দ্যাখো না কেমন

দু’জনে মিলে হয়েছি একজন ।

আমি ভোর সূর্য বেলা

তুমি চাঁদেরই ছবি

তোমারই সবুজ ঘরে

আমি যে ফুল মাধবী।

তুমি আমি কাছে নেই, হোলে এমন

কাঁদে আকাশ , কাঁদে বাতায়ন

তুমি আমি যখনই , থাকি পাশে

ফাগুন সারাক্ষণ ।

তুমি আমি দ্যাখো না কেমন

দু’জনে মিলে হয়েছি একজন ।

সময় হোলে ফেরারী

স্মৃতির উড়াল পাখীরা

উড়ে উড়ে মেলে ডানা

ছুঁয়ে যায় তার, সুখ ঠিকানা ।

ফেলে আসা সেই দু’জনের

স্বপ্নের দিন , আজও রঙ্গীন

আজও খোঁজে মন , সেই জীবন

স্মৃতিময় বন্ধন ।

তুমি আমি দ্যাখো না কেমন

দু’জনে মিলে হয়েছি একজন ।

তুমি আমি দ্যাখো না কেমন

দু’জনে মিলে হয়েছি একজন ।

এ জীবন নিবিড় বন্ধন

যেন সুখের কবিতা চিরন্তন

ভালবাসার কবিতা চিরন্তন

তুমি আমি দ্যাখো না কেমন

দু’জনে মিলে হয়েছি একজন ।

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/ef867VVA9Bg1WUwYHDA.html

相关推荐

  • Welcome to New York (cover: Harmony River)歌词-罗尼

    Welcome to New York (cover: Harmony River)歌词-罗尼

    Welcome to New York (cover: Harmony River)歌词由罗尼演唱,出自专辑《张钊声乐工作室》,下面是《Welcome to New York (cover: Harmony River)》完整版歌词!...

  • 又见达坂城的姑娘歌词-不也乐队&吉伟赫

    又见达坂城的姑娘歌词-不也乐队&吉伟赫

    又见达坂城的姑娘歌词由不也乐队&吉伟赫演唱,出自专辑《又见达坂城的姑娘》,下面是《又见达坂城的姑娘》完整版歌词! 又见达坂城的姑娘歌词完整版 又见达坂城的...

  • Love Is My Adventure (Ambient Mix)歌词-Miss Nine

    Love Is My Adventure (Ambient Mix)歌词-Miss Nine

    Love Is My Adventure (Ambient Mix)歌词由Miss Nine演唱,出自专辑《Because of Love》,下面是《Love Is My Adventure (Ambient Mix)》完整版歌词! Love Is M...

  • 顺义胡亚丰2歌词-沙老八

    顺义胡亚丰2歌词-沙老八

    顺义胡亚丰2歌词由沙老八演唱,出自专辑《四九城往事—加代传奇》,下面是《顺义胡亚丰2》完整版歌词! 顺义胡亚丰2歌词完整版 这个价格已经是最低了,你要同意呢...