Adhar Ghor歌词由Sumaiya Akter Shuma演唱,出自专辑《Adhar Ghor》,下面是《Adhar Ghor》完整版歌词!
Adhar Ghor歌词完整版
এই পৃথিবীর রঙ তামাশায় ডুবে
ভুলেছো তুমি রবের হুকুম কত
নিরব হয়ে নিথর পড়ে রবে
দালান বাড়ি টাকা কড়ি যত
এখনও তোমার হলোনা হুশ মনের তেপান্তরে
ও ও ও মানুষ আধার ঘরে থাকবা কেমন করে |
তোমার মত কত নবাব এই ধরাতে এসে
শূন্য হাতে চলে গেছে রিক্ত আধার দেশে
পূণ্য ছাড়া দাড়াও যদি শেষ বিচারের দিনে
পুড়বে সেদিন জাহান্নামে অজুত পাপের ঋণে
আসলে মরণ তারে কভু যায়না রাখা ধরে
ও ও ও মানুষ আধার ঘরে থাকবা কেমন করে |
কোরান হাদিস মনে প্রাণে আকড়ে ধরো যদি
আমলনামায় নেকের ঝরণা বইবে নিরবধি
ফুলে ফুলে সুবাস যেমন বাতাসেতে মেশে
ফিরদাউসে থাকবা সেদিন নিখাদ মৃদু হেসে
থাকতে সময় রবের পথে এসো তুমি ফিরে
ও ও ও মানুষ আধার ঘরে থাকবা কেমন করে |