Sagor Sagor Rokto Diye歌词由Nandita演唱,出自专辑《Sagor Sagor Rokto Diye》,下面是《Sagor Sagor Rokto Diye》完整版歌词!
Sagor Sagor Rokto Diye歌词完整版
সাগর সাগর রক্ত দিয়ে
লক্ষ প্রাণের বিনিময়ে
আনলো যারা স্বাধীনতা
তাঁরাই তো দেশো পিতা।
তোমাদের এই ঋণ চিরদিন
থাকবে হৃদয়ে গাঁথা॥
একাত্তরের দিনগুলোতে
রক্ত ঝরা রাজপথে
সবুজ বুকে রক্তে এঁকে
ছুঁটলো যারা লাল সবুজের রথে-
আকাশ পানে মেলে ধরলো যারা ঐ পতাকা
তাঁরাই তো আনলো স্বাধীনতা॥
শোনো শোনো, ইতিহাসের পরোয়া
তারা করে না
কোন কাগজে রইলো লেখা
তাঁরা তার ধার তো ধারে না।
রক্ত দিয়ে মুক্ত হলো নিজে
থাকলো ঋণী স্বাধীন দেশে যারা পাইলো স্বাধীনতা॥