Madinawala歌词由Jubair Sifat演唱,出自专辑《Madinawala》,下面是《Madinawala》完整版歌词!
Madinawala歌词完整版
তুমি আমার হৃদয় গভীরে,
আমি ভুলবো তোমায় কি করে
তোমার ছবি,আমার প্রাণে ভাঁসে প্রতিরাত
তোমার ছবি এঁকে এঁকে শুরু হয় প্রভাত।
মাদীনা,মাদীনা, মাদীনাওয়ালা।
انت في صميمي قلبي.
আনতা ফি ছমীমি ক্বলবী,
و كيف انسك.
ওয়া কাইফা আনছা'কা
انت حبيب الله تعال
আনতা হাবীবুল্লাহি তায়ালা
. يا نبي الله...
ইয়া নাবি আল্লাহ
মন ছুটে যায় শুধু ঐ যে দূরে,সুদূর মাদীনায়
যেথায় আমার পেয়ারা নাবী নিরবে ঘুমায়(২)
ডাকি তোমায় মনের ক্বাবায়,
নিত্য দিবস রাত,
তোমার ছবি এঁকে এঁকে
শুরু হয় প্রভাত
মাদীনা মাদীনা মাদীনাওয়ালা
You are in my deep heart
ইউ আর ইন মাই ডিপ হার্ট
How can I forget you?
হাউ ক্যান আই ফরগেট ইউ?
You are prophet for all of as.
ইউ আর প্রোফেট ফর অল অফ আস,
You are the Muhammad Rasul
ইউ আর দ্যা মুহাম্মাদ রাসুল।
একবার হলেও দিও দেখা,হে নাবীজি আমায়
দুঃখ যাতনা মুছে যাবে তোমারই দেখায়
ডাকি তোমায় মনের ক্বাবায়,
নিত্য দিবস রাত,
তোমার ছবি এঁকে এঁকে
শুরু হয় প্রভাত
মাদীনা,মাদীনা,মাদীনাওয়ালা