Je Kotha Hoyni Bola歌词由Srilekha Banerjee演唱,出自专辑《Je Kotha Hoyni Bola》,下面是《Je Kotha Hoyni Bola》完整版歌词!
Je Kotha Hoyni Bola歌词完整版
যে কথা হয়নি বলা
যে কথা রয়েছে বাকি
তারই কাছে যত ব্যথা
নীরবতা দিয়ে ঢাকি...
যে পথে চলতে চাওয়া
যেটুকু হলনা পাওয়া
তারই কাছে যত আশা
আজও আগলিয়ে রাখি
কথা জমে জমে ব্যথা হয়
আর ব্যথা জমে ভালবাসা
এটুকু চেয়েই বার বার ফিরে আসা
যে চাওয়া লুকিয়ে রাখা
তাকে নিয়ে বেঁচে থাকা
শুধু ভালোবাসা ছাড়া
এ জীবনে সবই ফাঁকি...