Boli Soigo Nonodire (Explicit)歌词由Shamoly Akter演唱,出自专辑《Boli Soigo Nonodire》,下面是《Boli Soigo Nonodire (Explicit)》完整版歌词!
Boli Soigo Nonodire (Explicit)歌词完整版
বলি সই গো ননদীরে আসব না আর আমি ফিরে (২)
ঘর ছাড়া করিল শ্যাম রাই
ঝাপ দিয়ে মরিব গো যমুনায়।
ও সংসারে মোর মন বসে না
চক্ষু লজ্জার ভয়ে
জোর করে আর থাকব কত কার সংসারী হয়ে।(২)
কুল হারা হইলাম প্রেমের দায়....
ঝাপ দিয়া মরিব গো যমুনায়..যমুনায়।
ঝাপ দিয়া মরিব গো যমুনায়।
ও খাচার পাখি উড়ে গেলে আসে না আর ফিরে
আমি মরলে মাটি দিস সই যমুনারই তীরে (২)
মিনতি করি তোর পায়.....
ঝাপ দিয়া মরিব গো যমুনায়..যমুনায়।
ঝাপ দিয়া মরিব গো যমুনায়।
বলি সই গো ননদীরে আসব না আর আমি ফিরে
ঘর ছাড়া করিল শ্যাম রাই....
ঝাপ দিয়ে মরিব গো যমুনায়..যমুনায়।
ঝাপ দিয়া মরিব গো যমুনায়