笨鸟先飞
我们一直在努力
2025-01-09 15:02 | 星期四

Jala Jala Jala Re歌词-SAMIYA

Jala Jala Jala Re歌词由SAMIYA演唱,出自专辑《Jala Jala Jala Re》,下面是《Jala Jala Jala Re》完整版歌词!

Jala Jala Jala Re歌词

Jala Jala Jala Re歌词完整版

জ্বালা জ্বালা জ্বালা রে

করলো জীবন কালা রে

ভালোবেসে জীবন জ্বালা ময় ,

কেন ভালো বাসলাম -

মায়াজালে ফাসলাম

এতো জ্বালা কি করে মন সয় ||

আমি -বিরহের আগুনে

পুইড়া -- মরি যে গোপন ,

আমি -- বিরহের আগুনে

পুইড়া -- মরি যে গোপনে |

পুইড়া পুইড়া মনটা শুধু কয় ----

ভালোবেসে জীবন জ্বালাময়

হায়রে .....

ভালোবেসে জীবন জ্বালাময় ||

এক পৃথিবী দুঃখ আমার

ধরে না আর বুকে ,

বলেছিলি ওরে বেঈমান

রাখবি আমায় সুখে | (2)

ভুলে গেলি ভাবলি না -

শপথ মনে রাখলি না -

ভুলে গেলি ভাবলি না -

শপথ মনে রাখলি না --

করে গেলি ভালোবাসার

মিথ্যে অভি নয় ||

ভালোবেসে জীবন জ্বালাময়

হায়রে …..

ভালোবেসে জীবন জ্বালাময় ||

সাত সমুদ্র কষ্ট আমার্

ছোট্ট দুটি চোখে ,

স্মৃতির হাওয়ায় অশ্রু ঝরে

প্রেম বিরহ শোকে |(2)

নিঃস্ব হয়ে কান্দি রে -

ব্যথা বুকে বান্ধি রে -

নিঃস্ব হয়ে কান্দি রে -

ব্যথা বুকে বান্ধি রে --

নিরাশার এই জীবন আমার

জীবন সেতো নয় ||

ভালোবেসে জীবন জ্বালাময়

হায়রে ....

ভালোবেসে জীবন জ্বালাময় ||

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/ef8b6VVA9BgBVVgMBDA.html

相关推荐

  • 一人我六神无主 (cover: MC药材)歌词-于晨陽

    一人我六神无主 (cover: MC药材)歌词-于晨陽

    一人我六神无主 (cover: MC药材)歌词由于晨陽演唱,出自专辑《于晨陽》,下面是《一人我六神无主 (cover: MC药材)》完整版歌词! 一人我六神无主 (cover: MC药材...

  • 百灵鸟 (其他)歌词-张志刚

    百灵鸟 (其他)歌词-张志刚

    百灵鸟 (其他)歌词由张志刚演唱,出自专辑《》,下面是《百灵鸟 (其他)》完整版歌词! 百灵鸟 (其他)歌词完整版 演唱:张志刚百灵鸟在花丛中歌声多委婉我唱着忧郁...

  • 孤生辰伤歌词-语深情

    孤生辰伤歌词-语深情

    孤生辰伤歌词由语深情演唱,出自专辑《生辰没快乐》,下面是《孤生辰伤》完整版歌词! 孤生辰伤歌词完整版 作词: 语深情作曲: 语深情孤生辰伤它来的太匆忙我的孤...

  • 未行之路 The Road Not Taken (cover: HOYO-MiX|Aimer)歌词-池年

    未行之路 The Road Not Taken (cover: HOYO-MiX|Aimer)歌词-池年

    未行之路 The Road Not Taken (cover: HOYO-MiX|Aimer)歌词由池年演唱,出自专辑《池年的2024年翻唱合辑》,下面是《未行之路 The Road Not Taken (cover: HOYO-...