Jala Jala Jala Re歌词由SAMIYA演唱,出自专辑《Jala Jala Jala Re》,下面是《Jala Jala Jala Re》完整版歌词!
Jala Jala Jala Re歌词完整版
জ্বালা জ্বালা জ্বালা রে
করলো জীবন কালা রে
ভালোবেসে জীবন জ্বালা ময় ,
কেন ভালো বাসলাম -
মায়াজালে ফাসলাম
এতো জ্বালা কি করে মন সয় ||
আমি -বিরহের আগুনে
পুইড়া -- মরি যে গোপন ,
আমি -- বিরহের আগুনে
পুইড়া -- মরি যে গোপনে |
পুইড়া পুইড়া মনটা শুধু কয় ----
ভালোবেসে জীবন জ্বালাময়
হায়রে .....
ভালোবেসে জীবন জ্বালাময় ||
এক পৃথিবী দুঃখ আমার
ধরে না আর বুকে ,
বলেছিলি ওরে বেঈমান
রাখবি আমায় সুখে | (2)
ভুলে গেলি ভাবলি না -
শপথ মনে রাখলি না -
ভুলে গেলি ভাবলি না -
শপথ মনে রাখলি না --
করে গেলি ভালোবাসার
মিথ্যে অভি নয় ||
ভালোবেসে জীবন জ্বালাময়
হায়রে …..
ভালোবেসে জীবন জ্বালাময় ||
সাত সমুদ্র কষ্ট আমার্
ছোট্ট দুটি চোখে ,
স্মৃতির হাওয়ায় অশ্রু ঝরে
প্রেম বিরহ শোকে |(2)
নিঃস্ব হয়ে কান্দি রে -
ব্যথা বুকে বান্ধি রে -
নিঃস্ব হয়ে কান্দি রে -
ব্যথা বুকে বান্ধি রে --
নিরাশার এই জীবন আমার
জীবন সেতো নয় ||
ভালোবেসে জীবন জ্বালাময়
হায়রে ....
ভালোবেসে জীবন জ্বালাময় ||