Maa歌词由Arohi Band Official演唱,出自专辑《Bhor》,下面是《Maa》完整版歌词!
Maa歌词完整版
ছোট কোলে নতুন আশায় রেখেছো আমায় লুকিয়ে
বন্ধ ঘরের অন্ধকারে রেখেছো আমায় মাতিয়ে
দেখি প্রথম আলোয় এ দু চোখ মেলে
অপলক তোমায় দেখি মা মা মা
ত্রিভুবন আলোয় ভরে দিলে সেতো শুধু তুমি মা
জীবন দিয়ে গড় জীবন সেও শুধু তুমি মা
তাই তোমায় নিয়ে আমার ভুবন তোমায় ঘিরে আমার স্বপন
মাগো ভালবাসার মায়াডোরে এমনি বেধে রেখো মা মা মা
দুঃখ ব্যাথায় পরশ যে দাও সেতো সুধু তুমি মা
ছায়া হয়ে মায়ায় জড়াও সেও তুমি আমার মা
তাই তোমায় নিয়ে আমার ভুবন তোমায় ঘিরে আমার স্বপন
মাগো স্নেহের সুরে বারে বারে এমনি বেধে রেখো মা মা মা