Hridoyo Pinjirar Posha Pakhi Re歌词由Ridoy JJ演唱,出自专辑《Hridoyo Pinjirar Posha Pakhi Re》,下面是《Hridoyo Pinjirar Posha Pakhi Re》完整版歌词!
Hridoyo Pinjirar Posha Pakhi Re歌词完整版
আমার হৃদয় পিঞ্জরার পোষা পাখিরেআমারে কান্দাইয়া পাও কি সুখ (২) ... ঐ
তুমি কার পোষা পাখিতুমি কার পোষা পাখি কাজল বরণ আখি (২)রক্তজবার মতো তোমার মনআমারে কান্দাইয়া পাও কি সুখ!
প্রথম যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি
এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি
আপন করে রেখেছি (২)
আমি জানতাম যদি পাখি
দিয়া যাবি ফাঁকি
জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি
দেখতাম না তোর ওই মায়া মুখ
আমারে কান্দাইয়া পাও কি সুখ!
আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখিরে
আমারে কান্দাইয়া পাও কি সুখ (২)
আদরও সোহাগের পাখি কোনদিন জানি উড়ে যায়।
ফাঁক পেলে পালাইয়া যাবে জঙ্গলের কোন অজানায়।(২)
আমি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি
জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি।
থাকতামনা আর তোরি আশায় মুখ
আমারে কান্দাইয়া পাও কি সুখ!