Harano Dinguli歌词由Mahmudul Hasan Sadeki演唱,出自专辑《Harano Dinguli》,下面是《Harano Dinguli》完整版歌词!
Harano Dinguli歌词完整版
হারানো দিনগুলি পড়ছে মনে
কেটে গেছে বহুকাল সঙ্গোপনে
সাথীদের পেয়ে মন করছে খেলা
বহুদিন পরে হলো মিলনমেলা।
শত স্মৃতি জমা আছে হৃদয় মাঝে
যদিও ব্যস্ত সবাই আপন কাজে
হৃদয়ের এ বাঁধন যাবে না ছিড়ে
স্বার্থ নয় আহা দীনকে ঘিরে-
ভাসছে হৃদয়ে আজ সুখের ভেলা
বহুদিন পরে হলো মিলনমেলা। ঐ
জীবনের প্রয়োজনে থাকি দূরে
গান গাই ছন্দ আর একই সুরে
হৃদয়ের এই তান রবে বহমান
আমরণ পরকালেও রবে অ¤¬ান
হৃদয়ের কাথা গান নয়তো হেলা-
বহুদিন পরে হলো মিলনমেলা। ঐ
স্মরণ করছি তাকে এই সুখ-কালে
যিনি চলে গেছেন পরকালে
শ্রেষ্ঠ জান্নাতের দুআ করি
আরো সবার অবদান স্মরণ করি।
সুখে ভরুক তাদের সকল বেলা-
বহুদিন পরে হলো মিলনমেলা।