Emon Ekta Manush歌词由Tanzil Misbah演唱,出自专辑《Emon Ekta Manush》,下面是《Emon Ekta Manush》完整版歌词!
Emon Ekta Manush歌词完整版
এমন একটা মানুষ পাইলাম নারে..
ও যে কোনদিনও ছাড়বো না আমারে!
আহা এমন একটা বান্ধব পাইলাম না রে..
ও যে ভুল করিয়া ও ভুলবো না আমারে!
এক ছিল আসমানের ঐ তারা..
যারে দিতাম পাহারা!
সকাল বিকেল আর ইশীতে নিশিতে!
আমায় দিলে যে ইশারা
আমি হইতাম পাগলপারা
উইড়া ফিরি অলিতে গলিতে.....(২)
এত আপন মানুষ কেমনে দূরে গেল রে!
আমার স্বপ্নগুলো ঐ আকাশে উড়ে রে!
এই দুনিয়ার সবই মিছা মায়া রে!
এই দুনিয়ার সবই মিছা মায়ারে!
যার লাইগা করলাম চুরি
ছিন্ন করে রক্তের ডুরি..
সে আমারে ছাইড়া গেল বসন্তের এই কালে!
আমায় প্রেম অনলে পুড়াইলো
মনো পরাণ কাইরা নিল
মনের জ্বালা মনেই থাকুক কে বোঝে আমারে....(২)
এমন একটা মন পাইলাম নারে!
যে মনের পিঞ্জিরাতে আমি থাকমুরে!
আহা এমন একটা বান্ধব পাইলাম নারে ভুল করিয়া ও ভুলবো না আমারে!
এই দুনিয়ার সবই মিছা মায়া রে!
এই দুনিয়ার সবই মিছা মায়ারে.... (২)