Bojhona Bhalobasa歌词由Haaris Solaiman演唱,出自专辑《Bojhona Bhalobasa》,下面是《Bojhona Bhalobasa》完整版歌词!
Bojhona Bhalobasa歌词完整版
Your Lips Show sweetness
Eyes Show your cuteness
Your love makes me breathless
Your heart shows your happiness
ওওওওওওও
বোঝনা ভালোবাসা করে হাহাকার
তুমি ছাড়া ভালো লাগেনা আর
মন মাতাল আজ তোমারি প্রেমে
কি যে মায়ায় টানে মনই জানে
ও মন মেতেছে তোর প্রেমে হলো দিবানা
তোকে ছাড়া এ পৃথিবীতে কিছু চাইনা ।
চোখে চোখে কথা হল মুখে বলো না
দূরে দূরে থেকো না কখনো না ছলনা
হৃদয়ে আছো তুমি কেন বোঝনা
রাখবো ধরে কভু যেতে দেব না ।
ও মন মেতেছে তোর প্রেমে হলো দিবানা
তোকে ছাড়া এ পৃথিবীতে কিছু চাইনা ।
মানে অভিমানে তুই সারাখন
হৃদয়ের মাঝে দিয়ে যাস জ্বালাতন
ভুলে থাকি সব তোকে যদি পাই
না দেখলে তোকে দুচোখে হারাই ।
ও মন মেতেছে তোর প্রেমে হলো দিবানা
তোকে ছাড়া এ পৃথিবীতে কিছু চাইনা ।
ওওওওওওওওও