Tomari Vabnay歌词由Ap Tushar&Shilamoni演唱,出自专辑《Tomari Vabnay》,下面是《Tomari Vabnay》完整版歌词!
Tomari Vabnay歌词完整版
এই মনটা যে পড়ে আছে
তোমারি আঙ্গিনায়
সারা দিন যে পড়ে থাকে
তোমারি ভাবনায়
তুমি ছাড়া দু চোখ কিছুই দেখে না
তুমি ছাড়া দু চোখ আমার
ভালোবাসি আমি যে
শুধুই তোমায়
তুমি ছাড়া এই মন কিছুই বোঝে না
ভালোবাসি আমি যে
শুধুই তোমায়
কি করে আমি তোমায় বোঝাব
তুমি যে কত আপন
তোমার ছোয়ায় এ হৃদয়ে
জাগে শিহরণ
তোমায় কত ভালোবাসি
ভেবে ভেবে দেখ না
ভালোবাসি তোমায়
আমি বলে যাব বারে বার
জনম জনম থাকব আমি
তোমারি পাশাপাশি
তোমার আমার এ বাধন
থাকবে চিরদিনই
তোমার জন্য পাগল এ মন
বোঝে না বোঝে না বোঝে না
ভালোবাসি তোমায়
আমি বলে যাব কোটি বার