Vai Bon歌词由Suraiya Akter Saifa&Muzahid Zaman演唱,出自专辑《Vai Bon》,下面是《Vai Bon》完整版歌词!
Vai Bon歌词完整版
ভাইয়া তুমি ভালবেসো আমায় আজীবন
আদর স্নেহে পাশে রেখো ছায়ারই মতন
আদর স্নেহে পাশে রেখো ছায়ারই মতন
চোখের আড়াল হবনা'কো আমার প্রিয় বোন
বিনা সুতোয় থাকবে গাঁথা মধুর এই বাঁধন
ভাইয়া তুমি ভালবেসো আমায় আজীবন
আদর স্নেহে পাশে রেখো ছায়ারই মতন
আদর স্নেহে পাশে রেখো ছায়ারই মতন
চোখের আড়াল হবনা'কো আমার প্রিয় বোন
বিনা সুতোয় থাকবে গাঁথা মধুর এই বাঁধন
ভাইয়া তুমি ভালবেসো আমায় আজীবন
বিনা সুতোয় থাকবে গাঁথা মধুর এই বাঁধন
এমন করে রেখো ভাইয়া বেঁধে মায়াডোরে
মায়ার বাঁধন ছিঁড়ে কভু হারিওনা দূরে
বোনগো তুমি ভয় পেওনা পাশে আমি আছি
ছায়া হয়ে থাকবো আমি যতদিনি বাঁচি
আ আ আ
এমন করে রেখো ভাইয়া বেঁধে মায়াডোরে
মায়ার বাঁধন ছিঁড়ে কভু হারিওনা দূরে
বোনগো তুমি ভয় পেওনা পাশে আমি আছি
ছায়া হয়ে থাকবো আমি যতদিনি বাঁচি
ভাইয়া তুমি অনেক ভালো আমার দু নয়ন
চোখের আড়াল হবনা'কো আমার প্রিয় বোন
ভাইয়া তুমি ভালবেসো আমায় আজীবন
বিনা সুতোয় থাকবে গাঁথা মধুর এই বাঁধন
তোমার মত ভাইয়া পেয়ে চাওয়ার কিছুই নেই
জান্নাতের পথ শিখে নেব তোমার কাছ থেকেই
শেখাবো তোমায় দ্বীনের পথে কেমনে চলতে হয়
যে পথে চললে রোজ হাশরে থাকবে নাকো ভয়
আ আ আ
তোমার মত ভাইয়া পেয়ে চাওয়ার কিছুই নেই
জান্নাতের পথ শিখে নেব তোমার কাছ থেকেই
শেখাবো তোমায় দ্বীনের পথে কেমনে চলতে হয়
যে পথে চললে রোজ হাশরে থাকবে নাকো ভয়
ভাইয়া তুমি জান্নাতেও হইও মোর আপন
চোখের আড়াল হবনা'কো আমার প্রিয় বোন
বিনা সুতোয় থাকবে গাঁথা মধুর এই বাঁধন
ভাইয়া তুমি ভালবেসো আমায় আজীবন
চোখের আড়াল হবনা'কো আমার প্রিয় বোন
ভাইয়া তুমি ভালবেসো আমায় আজীবন
বিনা সুতোয় থাকবে গাঁথা মধুর এই বাঁধন