笨鸟先飞
我们一直在努力
2025-01-25 05:41 | 星期六

Vai Bon歌词-Suraiya Akter Saifa&Muzahid Zaman

Vai Bon歌词由Suraiya Akter Saifa&Muzahid Zaman演唱,出自专辑《Vai Bon》,下面是《Vai Bon》完整版歌词!

Vai Bon歌词

Vai Bon歌词完整版

ভাইয়া তুমি ভালবেসো আমায় আজীবন

আদর স্নেহে পাশে রেখো ছায়ারই মতন

আদর স্নেহে পাশে রেখো ছায়ারই মতন

চোখের আড়াল হবনা'কো আমার প্রিয় বোন

বিনা সুতোয় থাকবে গাঁথা মধুর এই বাঁধন

ভাইয়া তুমি ভালবেসো আমায় আজীবন

আদর স্নেহে পাশে রেখো ছায়ারই মতন

আদর স্নেহে পাশে রেখো ছায়ারই মতন

চোখের আড়াল হবনা'কো আমার প্রিয় বোন

বিনা সুতোয় থাকবে গাঁথা মধুর এই বাঁধন

ভাইয়া তুমি ভালবেসো আমায় আজীবন

বিনা সুতোয় থাকবে গাঁথা মধুর এই বাঁধন

এমন করে রেখো ভাইয়া বেঁধে মায়াডোরে

মায়ার বাঁধন ছিঁড়ে কভু হারিওনা দূরে

বোনগো তুমি ভয় পেওনা পাশে আমি আছি

ছায়া হয়ে থাকবো আমি যতদিনি বাঁচি

আ আ আ

এমন করে রেখো ভাইয়া বেঁধে মায়াডোরে

মায়ার বাঁধন ছিঁড়ে কভু হারিওনা দূরে

বোনগো তুমি ভয় পেওনা পাশে আমি আছি

ছায়া হয়ে থাকবো আমি যতদিনি বাঁচি

ভাইয়া তুমি অনেক ভালো আমার দু নয়ন

চোখের আড়াল হবনা'কো আমার প্রিয় বোন

ভাইয়া তুমি ভালবেসো আমায় আজীবন

বিনা সুতোয় থাকবে গাঁথা মধুর এই বাঁধন

তোমার মত ভাইয়া পেয়ে চাওয়ার কিছুই নেই

জান্নাতের পথ শিখে নেব তোমার কাছ থেকেই

শেখাবো তোমায় দ্বীনের পথে কেমনে চলতে হয়

যে পথে চললে রোজ হাশরে থাকবে নাকো ভয়

আ আ আ

তোমার মত ভাইয়া পেয়ে চাওয়ার কিছুই নেই

জান্নাতের পথ শিখে নেব তোমার কাছ থেকেই

শেখাবো তোমায় দ্বীনের পথে কেমনে চলতে হয়

যে পথে চললে রোজ হাশরে থাকবে নাকো ভয়

ভাইয়া তুমি জান্নাতেও হইও মোর আপন

চোখের আড়াল হবনা'কো আমার প্রিয় বোন

বিনা সুতোয় থাকবে গাঁথা মধুর এই বাঁধন

ভাইয়া তুমি ভালবেসো আমায় আজীবন

চোখের আড়াল হবনা'কো আমার প্রিয় বোন

ভাইয়া তুমি ভালবেসো আমায় আজীবন

বিনা সুতোয় থাকবে গাঁথা মধুর এই বাঁধন

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/ef8ebVVA9BgxWUAcBCQ.html

相关推荐

  • No One Owns Anything & Death Is Real歌词-Dead Pioneers

    No One Owns Anything & Death Is Real歌词-Dead Pioneers

    No One Owns Anything & Death Is Real歌词由Dead Pioneers演唱,出自专辑《Dead Pioneers (Explicit)》,下面是《No One Owns Anything & Death Is Real》完整版...

  • Bad Indian (Explicit)歌词-Dead Pioneers

    Bad Indian (Explicit)歌词-Dead Pioneers

    Bad Indian (Explicit)歌词由Dead Pioneers演唱,出自专辑《Dead Pioneers (Explicit)》,下面是《Bad Indian (Explicit)》完整版歌词! Bad Indian (Explicit)歌...

  • Tired歌词-Dead Pioneers

    Tired歌词-Dead Pioneers

    Tired歌词由Dead Pioneers演唱,出自专辑《Dead Pioneers (Explicit)》,下面是《Tired》完整版歌词! Tired歌词完整版 America is a pyramid scheme and you ai...

  • Doom Indian歌词-Dead Pioneers

    Doom Indian歌词-Dead Pioneers

    Doom Indian歌词由Dead Pioneers演唱,出自专辑《Dead Pioneers (Explicit)》,下面是《Doom Indian》完整版歌词! Doom Indian歌词完整版 While the whites wai...