Ami jodi konodin Poth Vhule Jai歌词由Mosiur Rahman演唱,出自专辑《Ami jodi konodin Poth Vhule Jai》,下面是《Ami jodi konodin Poth Vhule Jai》完整版歌词!
Ami jodi konodin Poth Vhule Jai歌词完整版
আমি যদি কোনদিন পথ ভুলে যাই
হাতছানি দিয়ে কাছে নিও
মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও।
জেনে না জেনে কত করি অপরাধ
কখনো করো না তুমি বাদ প্রতিবাদ
তোমার দয়ার সীমা নাই নাই নাই
সেই দয়া পেতে আজ কাঁদি আমিও।
ভুল ছাড়া জীবনে আর কী আছে
ভুল করে ফিরে আসি তোমার কাছে।
তোমার দেয়া সেই আলোকিত পথ
যেই পথে খুঁজে পাই আসল কীমত
আজ শুধু ফরিয়াদ তোমার কাছে
সেই পথে চলার শক্তি দিও।