Govir Raite歌词由Shiuly Sarkar演唱,出自专辑《Govir Raite》,下面是《Govir Raite》完整版歌词!
Govir Raite歌词完整版
গানের কথা:
গভীর রাইতে গো
গভীর রাইতে গো
কোন নিদয়া বাজায় বাঁশি
দেয় না ঘরে রইতে
কইতে না পারে গো হিয়া/ না পারে গো সইতে।।
কঠিন জ্বালায় অঙ্গ জ্বলে/ কী করি উপায়
কালনাগিনীর দংশন যেন/ সারা অঙ্গ বায়।
কে করিবে তারে মানা/ বাঁশরী না বাজাইতে
গভীর রাইতে গো/ কোন নিদয়া বাজায় বাঁশি
দেয় না ঘরে রইতে...
হাসিয়া যাই লোক সম্মুখে/মনে অনল বাড়ে
নয়ন শূন্য অন্তর শূন্য/ কইমু আমি কারে।
মায়ার জালে বান্ধা হিয়া/ পারি না গো বইতে
গভীর রাইতে গো/ কোন নিদয়া বাজায় বাঁশি
দেয় না ঘরে রইতে...
আদালতে বিচার দিবো/ তার ঠিকানা নাই
নিরলে নিরলে হিয়া/ পুড়িয়া ফুরাই।
নজরে না দেয় দরিশন/ চায় বুঝি গো পুড়াইতে
গভীর রাইতে গো/ কোন নিদয়া বাজায় বাঁশি
দেয় না ঘরে রইতে...