Ovishap歌词由Sumaiya演唱,出自专辑《Ovishap》,下面是《Ovishap》完整版歌词!
Ovishap歌词完整版
মন ভাঙার এই বিচার আমি
দিলাম খোদার কাছে
আমার মতো তুই ও একদিন
কাদবি ভালো বেসে!
কষ্ট বুকে লইয়া তোরে
দিলাম অভিসাপ
-পাবি নারে ক্ষমা বেঈমান
পাবি নারে মাফ
মনটা ভেঙে মসজিদ ভাঙার করেছিস যে পাপ!!
তোর কারণে বাড়ছে রে রোজ
মরণের অসুখ
মুখোশের আড়ালে ছিলো
ঢাকা তোর ওই মুখ ।।
বুক ফাটিয়া যায় রে রোজই
সইতে ব্যাথার চাপ
-পাবি নারে ক্ষমা বেঈমান পাবি নারে মাফ
মনটা ভেঙে মসজিদ ভাঙার
করেছিস যে পাপ!!
হাজার ব্যাথা সইতে পারতাম
থাকলে তুই পাশে
বুকের ভেতর এখন আমার
দুঃখরা হাসে ।।
তোর প্রেমে রোজ পুড়ে পুড়ে করি অনুতাপ
-পাবি নারে ক্ষমা বেঈমান
পাবি নারে মাফ
মনটা ভেঙে মসজিদ ভাঙার করেছিস যে পাপ