Duhkho Dibar Manush Ache歌词由Sangeeta演唱,出自专辑《Duhkho Dibar Manush Ache》,下面是《Duhkho Dibar Manush Ache》完整版歌词!
Duhkho Dibar Manush Ache歌词完整版
দুঃখ দিবার মানুষ আছে
সুখের কেহ নাই
মানুষ নামের মানুষ আছে
ভরা ভুবনটাই
আমার দুখের কথা বলবো কারে
(শুধু) একটা মানুষ চাই॥
দুঃখ আমার জীবন সাথী
দুঃখ গলার মালা
দুঃখ আমার বাড়ায় শুধু
দুখের দহন জ্বালা।
হাজার পথিক ঘুরছে পথে
তবু একটা মানুষ নাই
আমার দুখের কথা বলবো কারে
(শুধু) একটা মানুষ চাই॥
চলছে পথে ব্যস্ত পথিক
সময় কারো নাই
স্নেহের বাঁধন ছিড়ে গেছে
মায়া পুড়ে ছাই।
স্বার্থের পিছে ঘুরছে মানুষ
অন্ধ যে সবাই
আমার দুখের কথা বলবো কারে
(শুধু) একটা মানুষ চাই॥