Ami Tor Moner Vetor歌词由Rahat Hossen演唱,出自专辑《Ami Tor Moner Vetor》,下面是《Ami Tor Moner Vetor》完整版歌词!
Ami Tor Moner Vetor歌词完整版
আমি তোর মনের ভেতর
একবার হারিয়ে যাব
আমি তোর মনের ভেতর
গহিনে যাব।
আমি তোর মনের ভেতর
একটা ঘর বানাবো
তোর মনের ভালোবাসার
রং ছড়াবো।
তোর একটা চওয়া আমি চাই
আর স্বপ্নের ভুবন গড়ে যাই।
আমার ইচ্ছেগুলো তোকে দিলাম
তুই যত্ন করে রেখে দিস
শত ভুল গুলো ভুলে গিয়ে
আর ভালোবেসে বুকে নিস।