De De Pal Tule De歌词由Gazi Anas Rawshan演唱,出自专辑《De De Pal Tule De》,下面是《De De Pal Tule De》完整版歌词!
De De Pal Tule De歌词完整版
দে, দে, দে, দে, পাল তুলে দে
ও মাঝি হেলা করিস না
ছেড়ে দে নৌকা মাঝি, যাবো মদিনা
ছেড়ে দে নৌকা মাঝি, যাবো মদিনা
দে, দে, দে, দে, পাল তুলে দে
ও মাঝি হেলা করিস না
ছেড়ে দে নৌকা মাঝি, যাবো মদিনা
ছেড়ে দে নৌকা মাঝি, যাবো মদিনা
ছেড়ে দে নৌকা মাঝি, যাবো মদিনা
দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে
হাসিলেও কত নবী, কাঁদিলেও মুক্তা ঝরে
দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে
হাসিলেও কত নবী, কাঁদিলেও মুক্তা ঝরে
দয়াল মুর্শিদ যার সহায়
ও দয়াল মুর্শিদ যার সহায়
তার কিসের ভাবনা
হৃদয় মাঝে কা'বা, নামে মদিনা
হৃদয় মাঝে কা'বা, নামে মদিনা
দে, দে, দে, দে, পাল তুলে দে
ও মাঝি হেলা করিস না
ছেড়ে দে নৌকা মাঝি, যাবো মদিনা
ছেড়ে দে নৌকা মাঝি, যাবো মদিনা
যার আছে নবী সহায়, তার নাই কোনো যে ভয়
মক্কা-মদিনাতে পাবে না তার দেখা
যার আছে নবী সহায়, তার নাই কোনো যে ভয়
মক্কা-মদিনাতে পাবে না তার দেখা
কেন খোঁজো মসজিদে তারে, ওরে মন পাগলা
কেন খোঁজো মসজিদে তারে, ওরে মন পাগলা
হৃদয় মাঝে কা'বা, নামে মদিনা
হৃদয় মাঝে কা'বা, নামে মদিনা
দে, দে, দে, দে, পাল তুলে দে
ও মাঝি হেলা করিস না
ছেড়ে দে নৌকা মাঝি, যাবো মদিনা
ছেড়ে দে নৌকা মাঝি, যাবো মদিনা
ছেড়ে দে নৌকা মাঝি, যাবো মদিনা
ছেড়ে দে নৌকা মাঝি, যাবো মদিনা