Opshori歌词由Artcell演唱,出自专辑《Anushilon》,下面是《Opshori》完整版歌词!
Opshori歌词完整版
আমি কার ভুলে ছিলাম ভুলে
এক রক্তমাংসের অপ্সরী
খুঁজে ফিরি অপুর্ণতায় পূর্ণতা
জীবনের সাথে লুকোচুরি।
মনে পড়ে তুমি ছিলে পাশে
এখনও যেভাবে আছো জড়িয়ে
তবুও নীরবে তোমায় স্মৃতিচারণ
সমস্ত অস্তিত্ব জুড়ে।
তুমি এলে উৎসবে সাজবে নতুন আকাশ
বাতাসে ভাসবে অজানা অবাক উল্লাস
তোমার ভেতর জন্ম নেব আমি
মুছে ফেলে দু'জনার আলাদা নিঃশ্বাস।
তুমি আমার জন্য এনেছিলে স্বর্গ
শোনাতে নতুন কোন মুর্ছনা
তুমি অবাক নিঃশ্বাসে গিয়েছিলে বলে
পৃথিবীর ওপারে আরেক পৃথিবী।
আমার নিঃশ্বাসে ছিল মিথ্যে আগুন
চেতনায় কত মিথ্যে অসীমতা
অতৃপ্তি নিয়ে সাজাতে সুখের জীবন
জন্মান্তরের ভুলে ছিল স্বাধীনতা