Kobor歌词由Ibtisum Abrar演唱,出自专辑《Kobor》,下面是《Kobor》完整版歌词!
Kobor歌词完整版
সন্ধ্যা যখন নামবে ভবে
থাকবে না কোন আলো
জীবন প্রদীপ নিভে গেলে
নামবে কঠিন কালো।।
তোমায় রেখে যে যার মত
সবাই যাবে চলে
একলা তুমি থাকবে যেথা
তাকেই কবর বলে
জানবে না কেউ আছো কেমন
খারাপ নাকি ভালো
জীবন প্রদীপ নিভে গেলে
নামবে কঠিন কালো।।ঐ
জ্ঞান গরিমা ক্ষমতার ওই
সুউচ্চ মাসনদ
পোকামাকড় সবটা খাবে
থাকবেনা রসাদ
তোমার সাথে থাকবে শুধু
সাদা রঙের কাফন
শূন্য হাতে মাটির ঘরে
তোমায় দেবে দাফন।।
জানবে না কেউ আছো কেমন
খারাপ নাকি ভালো
জীবন প্রদীপ নিভে গেলে
নামবে কঠিন কালো।।ঐ