笨鸟先飞
我们一直在努力
2025-01-10 20:53 | 星期五

Proloy歌词-Trimatrik Inc

Proloy歌词由Trimatrik Inc演唱,出自专辑《Proloy》,下面是《Proloy》完整版歌词!

Proloy歌词

Proloy歌词完整版

দেখো দেখো নিস্তব্ধতা শোনে কথা

বিরল চোখে

দাঁড়িয়ে একা আবার দেখা

অন্ধজালে

তীক্ত বিষাদ স্বপ্ন ছোটে অন্ধকারে

স্বপ্ন শেষে ছদ্মবেশে রাঙে পরিহাসে

অদৃশ্য চেতনার ভারে পুনঃজন্ম

ক্ষত বিক্ষত বিদ্রোহ অদম্য

সময়ের আঁধারে হারিয়েছি অজানাতে

নিশ্চুপ পথ ক্লান্তিময়

মহাকালে

নির্বাক আহাজারি শিরোনামের অগোচরে

স্বত্তার প্রলয়ে বিষাদের সীমানায় দাঁড়িয়ে

স্বপ্ন ফিরে আসে পুরোন গল্পের বাহুডোরে

শিউরে ওঠা বদ্ধ জানালাতে

ঘুম ঘুম বলে আবারও যাই মরে

চেনাবার নেই আর পথ কোথাও

ধূসর মায়াজালের উচ্ছাসে

স্বপ্নশেষে ছদ্মবেশে রাঙ্গে পরিহাসে

তীক্ত বিষাদ স্বপ্ন ছোটে অন্ধকারে

স্বপ্ন শেষে ছদ্মবেশে রাঙে পরিহাসে

অদৃশ্য চেতনার ভারে পুনঃজন্ম

ক্ষত বিক্ষত বিদ্রোহ অদম্য

সময়ের আঁধারে হারিয়েছি অজানাতে

নিশ্চুপ পথ ক্লান্তিময়

মহাকালে

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/ef943VVA9BQpUUgUNCQ.html

相关推荐

  • Ruporna歌词-Trimatrik Inc

    Ruporna歌词-Trimatrik Inc

    Ruporna歌词由Trimatrik Inc演唱,出自专辑《Ruporna》,下面是《Ruporna》完整版歌词! Ruporna歌词完整版 রোদের ফোঁটায়বিষন্ন সুন্দরত...

  • 今生不负爱 (cover: 汪明荃)歌词-星辰

    今生不负爱 (cover: 汪明荃)歌词-星辰

    今生不负爱 (cover: 汪明荃)歌词由星辰演唱,出自专辑《经典翻唱》,下面是《今生不负爱 (cover: 汪明荃)》完整版歌词! 今生不负爱 (cover: 汪明荃)歌词完整版 ...

  • 远去的青春 (其他)歌词-沐田

    远去的青春 (其他)歌词-沐田

    远去的青春 (其他)歌词由沐田演唱,出自专辑《远去的青春》,下面是《远去的青春 (其他)》完整版歌词! 远去的青春 (其他)歌词完整版 我的青春慢慢走远了片片回忆...

  • 爱你爱的好卑微 (伴奏)歌词-小敏

    爱你爱的好卑微 (伴奏)歌词-小敏

    爱你爱的好卑微 (伴奏)歌词由小敏演唱,出自专辑《云贵山歌》,下面是《爱你爱的好卑微 (伴奏)》完整版歌词! 爱你爱的好卑微 (伴奏)歌词完整版 演唱:小敏作词:...

  • 爱你爱的好卑微歌词-小敏

    爱你爱的好卑微歌词-小敏

    爱你爱的好卑微歌词由小敏演唱,出自专辑《云贵山歌》,下面是《爱你爱的好卑微》完整版歌词! 爱你爱的好卑微歌词完整版 演唱:小敏作词:小敏作曲:小敏录混:...