Proloy歌词由Trimatrik Inc演唱,出自专辑《Proloy》,下面是《Proloy》完整版歌词!
Proloy歌词完整版
দেখো দেখো নিস্তব্ধতা শোনে কথা
বিরল চোখে
দাঁড়িয়ে একা আবার দেখা
অন্ধজালে
তীক্ত বিষাদ স্বপ্ন ছোটে অন্ধকারে
স্বপ্ন শেষে ছদ্মবেশে রাঙে পরিহাসে
অদৃশ্য চেতনার ভারে পুনঃজন্ম
ক্ষত বিক্ষত বিদ্রোহ অদম্য
সময়ের আঁধারে হারিয়েছি অজানাতে
নিশ্চুপ পথ ক্লান্তিময়
মহাকালে
নির্বাক আহাজারি শিরোনামের অগোচরে
স্বত্তার প্রলয়ে বিষাদের সীমানায় দাঁড়িয়ে
স্বপ্ন ফিরে আসে পুরোন গল্পের বাহুডোরে
শিউরে ওঠা বদ্ধ জানালাতে
ঘুম ঘুম বলে আবারও যাই মরে
চেনাবার নেই আর পথ কোথাও
ধূসর মায়াজালের উচ্ছাসে
স্বপ্নশেষে ছদ্মবেশে রাঙ্গে পরিহাসে
তীক্ত বিষাদ স্বপ্ন ছোটে অন্ধকারে
স্বপ্ন শেষে ছদ্মবেশে রাঙে পরিহাসে
অদৃশ্য চেতনার ভারে পুনঃজন্ম
ক্ষত বিক্ষত বিদ্রোহ অদম্য
সময়ের আঁধারে হারিয়েছি অজানাতে
নিশ্চুপ পথ ক্লান্তিময়
মহাকালে