Holud Makho Gaye歌词由Putul&Ronty演唱,出自专辑《Holud Makho Gaye》,下面是《Holud Makho Gaye》完整版歌词!
Holud Makho Gaye歌词完整版
আকাশ থেকে উল্কা খসে
পড়লো দুনিয়ায়
আজকে খুশির উঠছেরে ঢল
আমার আঙ্গিনায়।
আয় রে ছুটে আয়
হলুদ মাখো গায়,
আয় রে ছুটে আয় সখীরা
হলুদ মাখো গায়॥
রাজপুত্র সাজছে রে আজ
সোনার মুকুট মাথায়,
রাজকন্যা বসে আছে
আলতা মেখে পায়।
আজ বাজছে রে ঢোল, বাজছে সানাই
সখী হলুদ মাখো গায়।
আয় রে ছুটে আয়
হলুদ মাখো গায়,
আয় রে ছুটে আয় সখীরা
হলুদ মাখো গায়॥
হলুদ মুখে হলুদ মাখো
বাড়বে রে রোশনাই,
হংস মিথুন উড়বে রে আজ
মধুচন্দ্রিমায়।
তারায় তারায় মিলবে তারা
আপন ভালোবাসায়
আয় রে ছুটে আয়
হলুদ মাখো গায়।
আয় রে ছুটে আয় সখীরা
হলুদ মাখো গায়॥