笨鸟先飞
我们一直在努力
2025-01-20 20:03 | 星期一

Shadhinota歌词-Obydullah Tarek

Shadhinota歌词由Obydullah Tarek演唱,出自专辑《Shadhinota》,下面是《Shadhinota》完整版歌词!

Shadhinota歌词

Shadhinota歌词完整版

স্বাধীনতা যেন এসেও আসেনি আমার বাংলাদেশে

বিজয়ের ফুল হেসেও হাসেনি আমার বাংলাদেশে

পথে পথে তাই পথ খুঁজে ফিরি মুক্তিযোদ্ধা বেশে॥

এখনো মানুষ বসবাস করে আকাশকে ভেবে ছাদ

সে আকাশে তবু সবার জন্য ওঠে না ঈদের চাঁদ।

ধনীর পকেটে সাঁতার কাটছে গরীবের অধিকার

নীতির খোলসে দুর্নীতি যেন আসন গেঁড়েছে তার।

গড়ার বদলে সকলেই আজ ভাঙছে দিনের শেষে।।

সড়কে সড়কে মড়ক লেগেছে প্রতিদিন ঝরে প্রাণ

খবরের পাতা খুললেই আসে নিহত ফুলের ঘ্রাণ।

কথায় কথায় খুন হয়ে যায় ভায়ের হাতেই ভাই

সকল কিছুর দাম বেড়ে যায়, জীবনের দাম নাই।

বিচারের বাণী কান্নার সুরে বাতাসে বেড়ায় ভেসে।।

সুযোগ পেলেই শকুনের দল নারীকে খুবলে খায়

মায়ের-বোনের আব্রুর প্রতি নেই যেন কারো দায়।

টিভি-টকশোতে কত পরজীবী ফোটায় কথার খই

নিরাপদ এক সমাজ গড়ার সংগ্রামে তারা কই?

মানচিত্রটা ছিঁড়ে খায় ওরা হায়েনার মতো হেসে।।

নেশার আগুনে যুবক-তরুণ পুড়ে পুড়ে হয় ছাই

মেধা ও মননে, শিরায় শিরায় নষ্টামি জাগে তাই।

ডিশের ইথারে বিষের মতোই ভীনদেশি সিরিয়াল,

নিটোল প্রেমের সংসারে তাই অশান্তি পাতে জাল।

পোকা-মাকড়ের আসর এখন ফুলের বাসর ঘেঁষে।।

সীমানার তারে ঝুলছে স্বপ্ন, ঝুলছে বিবেক-বোধ

লাখো শহীদের কলিজার দাম কিভাবে করব শোধ?

সোনার বাংলা! সোনার বাংলা! বলছি সবাই আজ

দেশের জন্য, দশের জন্য করছি কতটা কাজ?

জয়ের জন্য লড়ছি কতটা, ভয়ের সামনে এসে।।

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/ef950VVA9Aw1WVQMC.html

相关推荐

  • 无言的结局歌词-罗时丰

    无言的结局歌词-罗时丰

    无言的结局歌词由罗时丰演唱,出自专辑《罗时丰21世纪国语经典实录 Vol.1》,下面是《无言的结局》完整版歌词! 无言的结局歌词完整版 罗时丰-无言的结局无言的结...

  • 密友圈之谜 (Close friend mystery)歌词-Arvin曾傲棐

    密友圈之谜 (Close friend mystery)歌词-Arvin曾傲棐

    密友圈之谜 (Close friend mystery)歌词由Arvin曾傲棐演唱,出自专辑《密友圈之谜》,下面是《密友圈之谜 (Close friend mystery)》完整版歌词! 密友圈之谜 (Cl...

  • Mini Golf Fun歌词-Gevania Aldora Christina

    Mini Golf Fun歌词-Gevania Aldora Christina

    Mini Golf Fun歌词由Gevania Aldora Christina演唱,出自专辑《Mini Golf Fun》,下面是《Mini Golf Fun》完整版歌词! Mini Golf Fun歌词完整版 Verse 1:With a...

  • Hati Ini Belum Siap歌词-AINK

    Hati Ini Belum Siap歌词-AINK

    Hati Ini Belum Siap歌词由AINK演唱,出自专辑《Hati Ini Belum Siap》,下面是《Hati Ini Belum Siap》完整版歌词! Hati Ini Belum Siap歌词完整版 Memori cin...