Shadhinota歌词由Obydullah Tarek演唱,出自专辑《Shadhinota》,下面是《Shadhinota》完整版歌词!
Shadhinota歌词完整版
স্বাধীনতা যেন এসেও আসেনি আমার বাংলাদেশে
বিজয়ের ফুল হেসেও হাসেনি আমার বাংলাদেশে
পথে পথে তাই পথ খুঁজে ফিরি মুক্তিযোদ্ধা বেশে॥
এখনো মানুষ বসবাস করে আকাশকে ভেবে ছাদ
সে আকাশে তবু সবার জন্য ওঠে না ঈদের চাঁদ।
ধনীর পকেটে সাঁতার কাটছে গরীবের অধিকার
নীতির খোলসে দুর্নীতি যেন আসন গেঁড়েছে তার।
গড়ার বদলে সকলেই আজ ভাঙছে দিনের শেষে।।
সড়কে সড়কে মড়ক লেগেছে প্রতিদিন ঝরে প্রাণ
খবরের পাতা খুললেই আসে নিহত ফুলের ঘ্রাণ।
কথায় কথায় খুন হয়ে যায় ভায়ের হাতেই ভাই
সকল কিছুর দাম বেড়ে যায়, জীবনের দাম নাই।
বিচারের বাণী কান্নার সুরে বাতাসে বেড়ায় ভেসে।।
সুযোগ পেলেই শকুনের দল নারীকে খুবলে খায়
মায়ের-বোনের আব্রুর প্রতি নেই যেন কারো দায়।
টিভি-টকশোতে কত পরজীবী ফোটায় কথার খই
নিরাপদ এক সমাজ গড়ার সংগ্রামে তারা কই?
মানচিত্রটা ছিঁড়ে খায় ওরা হায়েনার মতো হেসে।।
নেশার আগুনে যুবক-তরুণ পুড়ে পুড়ে হয় ছাই
মেধা ও মননে, শিরায় শিরায় নষ্টামি জাগে তাই।
ডিশের ইথারে বিষের মতোই ভীনদেশি সিরিয়াল,
নিটোল প্রেমের সংসারে তাই অশান্তি পাতে জাল।
পোকা-মাকড়ের আসর এখন ফুলের বাসর ঘেঁষে।।
সীমানার তারে ঝুলছে স্বপ্ন, ঝুলছে বিবেক-বোধ
লাখো শহীদের কলিজার দাম কিভাবে করব শোধ?
সোনার বাংলা! সোনার বাংলা! বলছি সবাই আজ
দেশের জন্য, দশের জন্য করছি কতটা কাজ?
জয়ের জন্য লড়ছি কতটা, ভয়ের সামনে এসে।।