Ki Pirit Baraila歌词由Pagol Hasan演唱,出自专辑《Ki Pirit Baraila》,下面是《Ki Pirit Baraila》完整版歌词!
Ki Pirit Baraila歌词完整版
জড়াইয়া পিরীতের ফান্দে.....
জড়াইয়া পিরীতের ফান্দে আমার
কষ্টে কাটে বারো মাস
কি পিরীত বাড়াইলারে বন্ধু
করলা সর্বনাশ -।।
পাষাণ বন্ধুরে.........
নিকট ও আপন জানিয়া দিছলাম তরে মন
তুই বন্ধুয়ায় ভাইঙ্গা দিলি করিয়া যতন
কান্দে আমার আশার স্বপন
করলি তুই বিরহের চাষ।।
পাষাণ বন্ধুরে.........
ঘুমের ঘরে আনাগোনা স্বপ্নেও দিস ফাঁকি
একজীবনে এতো দুঃখ কি করে বল রাখি-।।
কান্দে আমার পরান পাখি।।
অকালে বয় শ্রাবণ মাস - ঐ
পাষাণ বন্ধুরে..........
পাতহারে ভাসাইয়া আমায় ভুইলা রইলা ছলে
তাতেও দুঃখ নাইরে বন্ধু পাগল হাসান বলে-।।
শেওলা হইয়া ভাসি জলে।।
ভূ-মন্ডলে জিন্দা লাশ - ঐ