Sujon Majhi歌词由Pramith Ganguly&Debangshu Bhattacharya演唱,出自专辑《Sujon Majhi》,下面是《Sujon Majhi》完整版歌词!
Sujon Majhi歌词完整版
ভেসে চল আকাশ ছাড়িয়ে,
নদীর ঐ দুকুল ছাপিয়ে।
সুজন মাঝি ডুব দিয়ে দেখ,
নদীর গভীরে,
পাগল হবি মাতাল হবি দুঃখ ভুলিয়ে।
সুজন মাঝি ডুব দিয়ে দেখ,
নদীর গভীরে।
পরশ পাথর পেলেও পাবি
অতল আঁধার।
উঠবি যখন দেখবি তখন,
সোনা সবই সোনা।
প্রেমের সে ধন টাকা দিয়ে,
যায়না রেভাই কেনা।
নুড়ি-পাথর , শ্যাওলা-শামুক,
পেলেও আশায় বাঁধিস যে বুক।
রাখিস বেঁধে আপনারে অতল আঁধারে।