笨鸟先飞
我们一直在努力
2025-01-09 16:46 | 星期四

Jokhon Porbena Mor歌词-Borno Chakroborty

Jokhon Porbena Mor歌词由Borno Chakroborty演唱,出自专辑《Jokhon Porbena Mor》,下面是《Jokhon Porbena Mor》完整版歌词!

Jokhon Porbena Mor歌词

Jokhon Porbena Mor歌词完整版

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,

আমি বাইব না মোর খেয়ারতরী এই ঘাটে,

চুকিয়ে দেব বেচা কেনা,

মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা,

বন্ধ হবে আনাগোনা এই হাটে-

তখন আমায় নাইবা মনে রাখলে,

তারার পানে চেয়ে চেয়ে

নাই বা আমায় ডাকলে ।

যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,

কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা,

ফুলের বাগান ঘন ঘাসের

পড়বে সজ্জা বনবাসের,

শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায় -

তখন আমায় নাই বা মনে রাখলে,

তারার পানে চেয়ে চেয়ে

নাইবা আমায় ডাকলে ।

তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে,

কাটবে দিন কাটবে,

কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা,

ঘাটে ঘাটে খেয়ার তরী

এমনি সে দিন উঠবে ভরি-

চরবে গোরু খেলবে রাখাল ঐ মাঠে ।

তখন আমায় নাই বা মনে রাখলে,

তারার পানে চেয়ে চেয়ে

নাইবা আমায় ডাকলে।

তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি ।

সকল খেলায় করব খেলা এই আমি - আহা,

নতুন নামে ডাকবে মোরে,

বাঁধবে নতুন বাহু-ডোরে,

আসব যাব চিরদিনের সেই আমি ।

তখন আমায় নাইবা মনে রাখলে,

তারার পানে চেয়ে চেয়ে

নাই বা আমায় ডাকলে ॥

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/ef9b8VVA9BglWWwoM.html

相关推荐

  • Bhalobeshe Shokhi歌词-Borno Chakroborty

    Bhalobeshe Shokhi歌词-Borno Chakroborty

    Bhalobeshe Shokhi歌词由Borno Chakroborty演唱,出自专辑《Bhalobeshe Shokhi》,下面是《Bhalobeshe Shokhi》完整版歌词! Bhalobeshe Shokhi歌词完整版 ভাল...

  • Bondhutto歌词-Borno Chakroborty

    Bondhutto歌词-Borno Chakroborty

    Bondhutto歌词由Borno Chakroborty演唱,出自专辑《Bondhutto》,下面是《Bondhutto》完整版歌词! Bondhutto歌词完整版 বন্ধু তোরা কোথায় আছি...

  • Ore Mon歌词-Borno Chakroborty

    Ore Mon歌词-Borno Chakroborty

    Ore Mon歌词由Borno Chakroborty演唱,出自专辑《Ore Mon》,下面是《Ore Mon》完整版歌词! Ore Mon歌词完整版 ওরে মন,,,এতো স্বপ্ন দেখিস ...

  • Nisha Lagilo Re歌词-Borno Chakroborty

    Nisha Lagilo Re歌词-Borno Chakroborty

    Nisha Lagilo Re歌词由Borno Chakroborty演唱,出自专辑《Nisha Lagilo Re》,下面是《Nisha Lagilo Re》完整版歌词! Nisha Lagilo Re歌词完整版 নিশা লা...

  • Night Drive (Explicit)歌词-vro kid

    Night Drive (Explicit)歌词-vro kid

    Night Drive (Explicit)歌词由vro kid演唱,出自专辑《Night Drive (Explicit)》,下面是《Night Drive (Explicit)》完整版歌词! Night Drive (Explicit)歌词完...

  • Bhalobeshe Shokhi歌词-Borno Chakroborty

    Bhalobeshe Shokhi歌词-Borno Chakroborty

    Bhalobeshe Shokhi歌词由Borno Chakroborty演唱,出自专辑《Bhalobeshe Shokhi》,下面是《Bhalobeshe Shokhi》完整版歌词! Bhalobeshe Shokhi歌词完整版 ভাল...

  • Bondhutto歌词-Borno Chakroborty

    Bondhutto歌词-Borno Chakroborty

    Bondhutto歌词由Borno Chakroborty演唱,出自专辑《Bondhutto》,下面是《Bondhutto》完整版歌词! Bondhutto歌词完整版 বন্ধু তোরা কোথায় আছি...

  • Ore Mon歌词-Borno Chakroborty

    Ore Mon歌词-Borno Chakroborty

    Ore Mon歌词由Borno Chakroborty演唱,出自专辑《Ore Mon》,下面是《Ore Mon》完整版歌词! Ore Mon歌词完整版 ওরে মন,,,এতো স্বপ্ন দেখিস ...