Ohe Torun (Probin)歌词由Rafsan&Tina Mostary演唱,出自专辑《Ohe Torun (Probin)》,下面是《Ohe Torun (Probin)》完整版歌词!
Ohe Torun (Probin)歌词完整版
ওহে তরুণ ওহে যুবক
কর প্রবীণকে সম্মান
তুমিও একই পথে
রয়েছো ধাবমান॥
আজকে যাকে দেখছো প্রবীণ
তিনিও ছিলেন একদা নবীন
শীত গ্রীষ্ম পার করেছে
তার কালো চুলে পাক ধরেছে।
তিনিও ছিলেন মস্ত কাজী
কর্মে খ্যাতিমান॥
প্রবীণজনে বিজ্ঞ মানি
আলোক মাখা পরশমনি
অনেক তারা দিয়েছে মোদের
এখন পালা দেয়া তাদের।
বিশ্বটাকে যেমন দেখি
সে তো তাদের কর্মদান॥