Amar Chotto Vai歌词由Suraiya Akter Saifa演唱,出自专辑《Amar Chotto Vai》,下面是《Amar Chotto Vai》完整版歌词!
Amar Chotto Vai歌词完整版
আমার ছোট্ট ভাই আমার মিষ্টিসোনা ভাই
আমার ছোট্ট ভাই আমার মিষ্টিসোনা ভাই
ফুলের চেয়ে সুন্দর তুমি যার তুলনা নাই
তুমি আনন্দেরও প্রীতি
তুমি আদর সোহাগ গীতি
তোমার হাসির মত মায়া ত্রি-ভুবনে নাই
আমার ছোট্ট ভাই আমার মিষ্টিসোনা ভাই
আমার ছোট্ট ভাই আমার মিষ্টিসোনা ভাই
তোমার পেয়ে উঠলো ভরে
বাবা মায়ের কোল
আহলাদেতে মনের মাঝে
লাগলো খুশির দোল
তোমার পেয়ে উঠলো ভরে
বাবা মায়ের কোল
আহলাদেতে মনের মাঝে
লাগলো খুশির দোল
সারা জীবন ভালো থেকো
দোয়া করে যাই
আমার ছোট্ট ভাই আমার মিষ্টি সোনা ভাই
আমার ছোট্ট ভাই আমার মিষ্টি সোনা ভাই
হাঁসি খুশি উচ্ছলতায়
অনেক বড় হও
মোদের নয়ন মনি হয়ে
পাশাপাশি রও
হাঁসি খুশি উচ্ছলতায়
অনেক বড় হও
মোদের নয়ন মনি হয়ে
পাশাপাশি রও
দ্বীনের পথে উঠো বেড়ে
আলোতে রোশনাই
আমার ছোট্ট ভাই আমার মিষ্টি সোনা ভাই
আমার ছোট্ট ভাই আমার মিষ্টি সোনা ভাই
ফুলের চেয়ে সুন্দর তুমি যার তুলনা নাই
তুমি আনন্দেরও প্রীতি
তুমি আদর সোহাগ গীতি
তোমার হাসির মত মায়া ত্রি-ভুবনে নাই
আমার ছোট্ট ভাই আমার মিষ্টি সোনা ভাই
আমার ছোট্ট ভাই আমার মিষ্টি সোনা ভাই
মিষ্টি সোনা ভাই
প্রিয় ছোট্ট ভাই