Valobasar Phool歌词由Humayra Afrin Era演唱,出自专辑《Valobasar Phool》,下面是《Valobasar Phool》完整版歌词!
Valobasar Phool歌词完整版
Song Lyrics:
মদিনায় ফুটলো প্রেমের ফুল
তার রঙটি রঙিলা
যার প্রেমেতে পাগলপারা
সমগ্র কাবিলা
সে আমাদের প্রিয় নবী
মোহাম্মাদ রাসুল
যার আগমন পেয়ে হলো
ধরা যে অতুল ॥
সুরভি ছড়ালো যে সে
সারা জগতময় (জগতময়)
সেই সুবাসে জাগলো পাড়া
মানুষেরই হৃদয়
পথের দিশা পেলো তারা
ভাঙল যাদের ভুল ॥
রাহমাতুলল্লি আলামীন সে
রহমতের নবী (রহমতের)
যার পরশে ধন্য হলো
দু’জাহানের সবি
তার উপরে পড়তে দুরুদ
সকলি ব্যাকুল ॥
মোহাম্মাদ রাসূল
শ্রেষ্ঠ প্রেমের ফুল
ধরা যে অতুল
নবীজি ধরা যে অতুল
নবীজি মোহাম্মাদ রাসূুল
নবীজি শ্রেষ্ঠ প্রেমের ফুল
নবীজি মদিনার বুলবুল।।