Dui Chokhe Jhure Nona Jol歌词由Raju Mondol演唱,出自专辑《Dui Chokhe Jhure Nona Jol》,下面是《Dui Chokhe Jhure Nona Jol》完整版歌词!
Dui Chokhe Jhure Nona Jol歌词完整版
তোর পিরিতে হইলো একি বল
দুইচোখে ঝরে নুনা জল
লইবো না রে পিরিতের নাম
বুক ফাটিয়া যায়
তোর পিরিতের বিষ ছড়াইছে
আমার কলিজায়।।
নরক জ্বালা প্রতিদিনই
সঙ্গী যে এখন
বিশ্বাসেরই মাশুল দিচ্ছে
আমার পোড়া মন
করি দোয়া শত্রুও যেন
এই কপাল না পায়।।
আর পারিনা কানতে আমি
চোখ শুকাইছে জল
কেমন করে পারলি রে তুই
করতে এত ছল
বেহায়া মন এত কিছুর
পরেও তোরে চায়।।