Lov Korish Na Porer Dhone歌词由Kiran Chandra Roy演唱,出自专辑《Lov Korish Na Porer Dhone》,下面是《Lov Korish Na Porer Dhone》完整版歌词!
Lov Korish Na Porer Dhone歌词完整版
লোভ করিস না পরের ধনে, খুশি রাখ তোর মহাজন
ধনের কাঙ্গাল রবে না আর,ধন লুটে পড়বে তোর চরণ।
চলিস তুই যার ক্ষমতায়,
তার ইচ্ছায় করিস আঘাত, কার প্রবঞ্চনায়
খেটে মরিস কার বাসনায়, কার আশা করিস পূরণ
লোভ করিস না পরের ধনে, খুশি রাখ তোর মহাজন।
আলস্যতা করো পরিত্যাগ
কারো কর্ম ফলে কেউ কোন দিন পায় না তো রে ভাগ
নিজের জ্ঞানে থেকে সজাগ, করে যাও কর্ম সাধন।
লোভ করিস না পরের ধনে, খুশি রাখ তোর মহাজন।
দুই দিনের পাইয়া মুসাফিরী
অহংকারে হইয়া অন্ধ করো মিছে বাহাদুরি
শুদ্ধ পথে ধরো পাড়ি, সুহেল খান কয় ওরে মন।
লোভ করিস না পরের ধনে, খুশি রাখ তোর মহাজন।