Swapno (Lo-fi)歌词由Swyamduti Majumder&Durnibar Saha&Shamik Guha Roy演唱,出自专辑《Swapno (Lo-fi)》,下面是《Swapno (Lo-fi)》完整版歌词!
Swapno (Lo-fi)歌词完整版
স্বপ্ন গুলো ভেসে আসে এই ঠিকানায়
গল্প হয়ে কিছু কিছু কথা বলে যায়
রোদ্দুর মেখে ধরা দিলো তোমার ছবি
আলতো হেসে স্বপ্নে দিলে উকি
তোমার আমার দেখা সাজানো বিকেল বেলায়
আঁকাবাঁকা পথে একে যাওয়া কবিতায়
বাড়ি ফেরার সময় ধরেছিলাম তোমার হাত
গিয়েছিলে হেসে নিয়ম ভাঙ্গার একটা গান
তুমি সাড়া দিলে না
আমি হাঁটছি আজও একা একা
সেই মিথ্যে স্বপ্নরা
দূরে উড়ে চলে যায়
আমি মনের ক্যানভাসে
দেখেছি কত দুর থেকে দুরে
সুর থেকে যায়
অজানা কোন আছিলায়।
হঠাৎ পর্দা সরে গিয়ে হাসে সকাল
রোদ্দুর ভেজা আলোয় আলোয় একাকার
বৃষ্টি হয়ে ফিকে হয়ে যায় সময়
দলছুট গল্প কিছু কিছু কথা বলে যায়
ফেলে রাখার সময় অলিগলির ঠিকানায়
খেলে ফেরার পথে স্বপ্ন গুলো ভেসে যায়
অনেক নিয়ম আগে ধরেছিলাম তোমার হাত
গিয়েছিলে হেসে নিয়ম ভাঙার একটা গান
তুমি সাড়া দিলে না
আমি হাঁটছি আজও একা একা
সেই মিথ্যে স্বপ্নরা
দূরে উড়ে চলে যায়
আমি মনের ক্যানভাসে
দেখেছি কত দুর থেকে দুরে
সুর থেকে যায়
অজানা কোন আছিলায়।