Tik Tik Je Ghorita歌词由Motiur Rahman Mollik&Saimum Shilpigosthi演唱,出自专辑《Molliker Gan, Vol. 03》,下面是《Tik Tik Je Ghorita》完整版歌词!
Tik Tik Je Ghorita歌词完整版
টিক টিক টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে
কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ॥
ঝকঝক ফকফক করে যত্দিন ঘড়ির চেহারা
তত্দিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা
সময় মতো সময় দিলে সবখানে বিরাজে ॥
চকচক তকতক জীবন ঘড়ি করে যতোদিন
দাম থাকে তার সবার কাছে বন্ধু ততোদিন
মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে ॥
হায় হায় হায় হায় আসল ঘড়ির অর্থ বুঝলাম না
সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না
খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে ॥
যায় যায় যায় যায় দিন চলে যায় কুরআন পড়লাম না
কত নভেল নাটক পড়লাম হাদীস ধরলাম না
সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে ॥