JODI POR MANUSHER GHORE 2歌词由Khondokar Rashed演唱,出自专辑《JODI POR MANUSHER GHORE 2》,下面是《JODI POR MANUSHER GHORE 2》完整版歌词!
JODI POR MANUSHER GHORE 2歌词完整版
যদি পর মানুষের ঘরে
তোমার বসবাস,,,,,
আমায় কেন ভালোবাইসা
করলা জিন্দালাশ,,,,
কবে জানি মরণ হবে
থাকি অপেক্ষায়,,,
তুই ছাড়া বাঁচার আশা
নাইরে দুনিয়ায়,,,,
তুমি বন্ধু ছাইড়া যাইবা
আগে ভাবিনি,,,,,
মন তোমার ছলনায়তে
হয়েছে বন্দী,,,,।।
কবে জানি মরণ হবে
থাকি অপেক্ষায়,,,
তুই ছাড়া বাঁচার আশা
নাইরে দুনিয়ায়,,,,
কেন আমারে প্রেম শিখাইয়া
পর করিলি,,,
পরকে তুই আপন করে
ঘর বান্ধিলি,,,,।।
কবে জানি মরণ হবে
থাকি অপেক্ষায়,,,
তুই ছাড়া বাঁচার আশা
নাইরে দুনিয়ায়,,,,