Tor Birohe Pore Antor歌词由Munia Moon演唱,出自专辑《Tor Birohe Pore Antor》,下面是《Tor Birohe Pore Antor》完整版歌词!
Tor Birohe Pore Antor歌词完整版
তোর বিরহে পোড়ে অন্তর
বন্ধু রে তুই বুঝলিনা
মোনটা শুধু তোরে খোঁজে
তুই তো বন্ধু খুজলিনা।
বান্ধিয়ারে প্রেমের ডোরে
পাগলও বানাইয়া মোরে
কেন যে আপন হইলিনা।
মোনটা শুধু তোরে খোঁজে
তুই তো বন্ধু খুজলিনা।
বিনা দোষে বন্ধু আমায়
করলি শুধুই দোষী
তোরই আঘাত বুকে লইয়া
নয়ন জলে ভাসী।
মিছে মায়ায় মোন বান্ধিয়া
রইলি কোথায় দূরে গিয়া
মনের খবর রাখলিনা।
মোনটা শুধু তোরে খোঁজে
তুই তো বন্ধু খুজলিনা।
কোন কারণে মনটা নিয়া
করলি বন্ধু খেলা
সরল মনের ভালোবাসার
করলি অবহেলা।
দিয়া মনে মিছে আশা
বুকের মাঝে বাইন্ধা বাসা
মনের মাঝে রইলিনা।
মোনটা শুধু তোরে খোঁজে
তুই তো বন্ধু খুজলিনা।