Manush Maya Bojhena歌词由Rumon Dewan演唱,出自专辑《Manush Maya Bojhena》,下面是《Manush Maya Bojhena》完整版歌词!
Manush Maya Bojhena歌词完整版
পর মানুষকে করলে আপন
একদিন দিবে যন্ত্রণা,
মানুষের স্বভাব বালা না,
ও মানুষ মায়া বোঝে না (২)
যারে আপন ভাইবা তুমি
বুকে দিবা ঠাঁই,
বুকে আঘাত কইরা তখন
দেখবা সে আর নাই।
মাথায় দিবে দুঃখের বোঝা-
করবে তালবাহানা (২)
যার লাগিয়া করবা যত
নিজে হইয়া দোষী,
সে তোমারে ভুইলা গিয়া
বানাইবে উদাসী।
নয়ন জলে গেলে বাসি
তার কিছু যায় আসেনা (২)
মনের মতো ভাইবা যারে
করিলাম আপন,
বুকের ভিতর ঘাউ বানাইয়া
খোজে অন্য জন।
তামভীর বলে বুঝলাম নারে
তোমার এই ছলনা (২)