Shotru Desher Pani歌词由Sadikullah Omor演唱,出自专辑《Shotru Desher Pani》,下面是《Shotru Desher Pani》完整版歌词!
Shotru Desher Pani歌词完整版
বানের জলে যায় ভাসিয়া
আমার শখের ঘর,
নাইরে খাবার নাইরে ঘুম
দুঃখেরি এক ঝড়,
আপন কবে যায় হারিয়া
বুকের ভিতর ভয়।-২
কাঁধের উপর মা বাবা আর
ভাসছে কতো পশু,
বলের মাঝে যায় ভেসে যায়
ছোট্ট অবুঝ শিশু,
কোথায় যাবে বলো ওরা
চারিদিকে পানি শুধু।-২
বাঁচাও বাঁচাও করছে ওরা
করুন এক সুর_ঐ
আল্লাহ তুমি রহম করো
হও মোদের সহায়,
রাগ করোনা পাপের জন্য
আমরা অসহায়,
রহম চাঁদরে ঢেকে নাওগো
দাও শেষ আশ্রয়।
হিংসা বিভেদ ভুলে এবার
একে অন্যের হাতটি ধর,
শত্রু দেশটি পানি ছাড়ে
এবার ঘৃণা কর_ঐ