Nouko Dulche歌词由GOLOK演唱,出自专辑《Eito Somoy》,下面是《Nouko Dulche》完整版歌词!
Nouko Dulche歌词完整版
তোমাকে চাই আর তোমাকে চাই না,
দুয়ের টানে পড়ে নৌকো দুলছে।
তোমাকে চাই আর তোমাকে চাই না,
দুয়ের টানে পড়ে নৌকো দুলছে।
ফ্যাকাশে ভোররাতে
রুদালী চিলছাতে
সিগারেটের মাথা নিভছে জ্বলছে।
দুয়ের টানে পড়ে নৌকো দুলছে।
তোমাকে চাই আর তোমাকে চাই না,
দুয়ের টানে পড়ে নৌকো দুলছে।
একটা প্যাঁচা হয়ে
একলা বসে আছি
কখন ডাক পায়
কখনো পায় না
নিজেই ঠকে গেছি
নরম বোকামিতে
সকালে উঠে দেখি অবাক আয়না।
তোমাকে চাই আর তোমাকে চাই না,
রক্তের গন্ধে অলস হায়না
আসছে পিছু পিছু মৃত আবেগের
লাশ ও পড়ে আছে জীবন বাইপাসে
উদাস দুপুরে ভয়ানক মাইগ্রেন।
জলের সাপের মত নিঃসাড়ে থামছে
কোন station এ আজকে ব্যাথার ট্রেন।
কিসের তাগিদে গান গাওয়া দরকার
কিসের তাগিদে গান গাওয়া দরকার
মাতাল ঘড়ির কাঁটা সময় টলছে।
দুয়ের টানে পড়ে নৌকো দুলছে।
তোমাকে চাই আর তোমাকে চাই না,
দুয়ের টানে পড়ে নৌকো দুলছে।
দুয়ের টানে পড়ে নৌকো দুলছে।
Tomake chai ar tomake chaina
duyer taane pore nouko dulche.
Tomake chai ar tomake chaina
duyer taane pore nouko dulche.
phyakashe bhor raate rudali chil chate
cigarette er matha nibhche jolche.
duyer taane pore nouko dulche.
Tomake chai ar tomake chaina
duyer taane pore nouko dulche.
Ekta pnyecha hoye ekla boshe achi
kokhon dak pay kokhono pay na
nijei thoke gechi norom bokamite
shokale uthe dekhi obak ayna.
tomake chai ar tomake chaina,
Rokter gondhe olosh hyena
ashche pichu pichu mrito abeger
lash o pore ache jibon bypass e
udash dupure bhoyanok migraine.
joler shaper moto nisware thamche
kono station e ajke byathar train.
kisher tagide gaan gawa dorkar
kisher tagide gaan gawa dorkar
maatal ghorir knata somoy tolche
duyer taane pore nouko dulche.
Tomake chai ar tomake chaina
duyer taane pore nouko dulche.
duyer taane pore nouko dulche.