Kemon Achho Annie Hall ? (Adrishyo Nagordolar Trip)歌词由Anupam Roy演唱,出自专辑《Adrishyo Nagordolar Trip》,下面是《Kemon Achho Annie Hall ? (Adrishyo Nagordolar Trip)》完整版歌词!
Kemon Achho Annie Hall ? (Adrishyo Nagordolar Trip)歌词完整版
১)
Alvy Singer, রাস্তায় হাঁটছ, কোথাও যাওয়ার তাড়া নেই
লোকে লোকে ধাক্কা খাচ্ছ, আটকে থাকছ এখানেই।
New York, New York, ঠাসাঠাসি বাড়িগুলো কেউ জানে না
কেন লিখছ তোমার নাটক? শেষে অল্প মেলে না।
এখনও ঝরছে শীত
ফেরা না যায় না আর।
মাঝে মাঝে চোখে এসে যায় জল
কেমন আছো Annie Hall?
২)
Alvy Singer, রাত তিনটে, মাকড়শা মারতে কেউ ডাকে না,
সারাদিন আটশবার কালো সাবান কেউ মাখে না।
Sex-এর আগে, গাঁজা খেয়ে, তোমায় বলো কে জড়াবে?
লাল আলো জ্বেলে তুমি সময়ের সাথে গড়াবে।
এখনও ঝরছে শীত
ফেরা না যায় না আর।
মাঝে মাঝে চোখে এসে যায় জল
কেমন আছো Annie Hall?
৩)
Alvy Singer, সম্পর্ক চাইছ, সম্পর্ক হচ্ছে আবার ভাঙছে,
আসলে সবই দলা পাকানো এই গলা দিয়ে নামছে।
শেষ scene-এ কত স্মৃতি শুধু থেকে গেল ফাইলে
মৃত্যু নিয়ে ভেবে ভেবে তবু বাঁচতে তুমি চাইলে।
এখনও ঝরছে শীত
ফেরা না যায় না আর।
মাঝে মাঝে চোখে এসে যায় জল
কেমন আছো Annie Hall?