Basanta Bolhilo Sakhi歌词由Sayoni Banerjee演唱,出自专辑《Basanta Bolhilo Sakhi》,下面是《Basanta Bolhilo Sakhi》完整版歌词!
Basanta Bolhilo Sakhi歌词完整版
বসন্ত বহিলো সখি, কোকিলা ডাকিলো রে,
এমন সময় প্রিয় সখা, বিদেশে রহিল রে।
বাঁশেরও বাঁশরী সখী, সরল কাঠের বাঁশি রে,
বিনা ফুকে বাজে বাঁশি, বলে রাধা রাধা রে।
ভাদর মাসে কাঁশি ফুটে, আর ঝিঙ্গা ফুল রে,
আইলো রে করমা পরব, কার সঙে লাচিব রে।
কার সঙে লাচিব সখী, শাড়ি শাঁখা নাই রে,
আইলো রে করমা পরব, কার সঙে লাচিব রে?