Dorodi Nai Tumi Bine歌词由Prince Rubel演唱,出自专辑《Dorodi Nai Tumi Bine》,下面是《Dorodi Nai Tumi Bine》完整版歌词!
Dorodi Nai Tumi Bine歌词完整版
দরদী নেই তুমি বিনে
কথা সুর ও কন্ঠশিল্পী
প্রিন্স রুবেল
™️ দরদী নাই তুমি বিনে
ও দয়াল দরদী নাই তুমি বিনে
ওহে পাক পরোয়ার আশা রাখি পাইবার
নাথ অনাথের ত্রিভুবনে
আমার সর্বস্ব ধন করিলাম বিসর্জন
দয়াল তোমার পাক চরণে
দরদী নাই তুমি বিনে...
ছিল আমার বাহু বল
গড়েছিলাম রাজমহল
এখন গুনছি আয়ুবল কমছে দিনে দিনে..
চলেনা দেহ দেখে না কেহ.. ২
ভালোবাসার সেই নয়নে
দরদী নাই তুমি বিনে...
দিলো সবাই পর করে এই ভুবনের তরে
আমার বুঝি আপন বলতে
আর কেউ রইল না...
আসা-যাওয়ার জটিলে
কেন আমায় পাঠালে পড়েছি ঘূর নিদানে
দরদী নাই তুমি বিনে